সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
সোমবার বিকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন মিশন উপ প্রধান ড. মোঃ নজরুল ইসলাম।
দূতাবাস কার্যালয় প্রধান মুনিরুল ইসলামের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনান যথাক্রমে কাউন্সিলর (ইকোনমিক) মোহাম্মদ আবুল হাসান ও কাউন্সিলর (পলিটিক্যাল) ফরিদ আহমেদ।
পরে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।
কর্মসূচীর মধ্যে ছিলো তরজমাসহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বাণী পাঠ, কনসাল জেনারেলের বক্তব্য, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র “মুক্তির গান” পদর্শন এবং শহীদদের আত্মার মাগফেরাত ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত।