বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় অবিলম্বে ফেরত চেয়েছে কানাডা বিএনপি। সম্প্রতি দেয়া এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ এমন দাবী করেছেন।
বিবৃতিতে বলা হয়, প্রকাশ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেলেও আজও ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া হয়নি। তিনি শুধু বিএনপির নেতা নয় তিনি একজন সাবেক জনপ্রিয় সংসদ সদস্য। আমরা অবিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানাচ্ছি।
বিবৃতি যারা দিয়েছেন হলেন রেজাউর রহমান, মাহবুবুর রব চৌধুরী, আহাদ খন্দকার, রেশাদ চৌধুরী, এ কে আজাদ, আমিনুর রশীদ ভূইয়া (সামুন), রনি চৌধুরী, এজাজ আহমদ খান, মুজিবুর রহমান, আবুল কালাম আজাদ, মিসবাহুল কাদির ফাহিম, জাকির হোসেন খান, রেহানা আক্তার, নাজমা হক, জাকারিয়া চৌধুরী, নাফিসা সালমান প্রমুখ।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৭/ফারজানা