বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি শাখার বর্তমান পরিচালনা পরিষদ বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য জেদ্দা কনস্যুলেটের কাছে দাবি জানিয়েছেন অভিভাবকরা।
ভর্তি ফি, টিউশন ফিসহ অন্যান্য ফি বেশি নিয়েও গুণগত শিক্ষা নিশ্চিত না করার অভিযোগ তুলে তারা বলেন, স্কুল পরিচালনা কমিটির অদক্ষতার কারণে দিন দিন স্কুলের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তাই মনোনীত এই কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে সৎ ও যোগ্য লোকদের হাতে স্কুলের দায়িত্ব দেয়ার জন্য জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কাছে এই দাবি জানানো হয়েছে।
এ নিয়ে সম্প্রতি জেদ্দায় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্কাস মিয়া। মাওলানা আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এম এ কাশেম, আব্দুল মান্নান, কাশেম মজুমদার, আবুল বাশার ইসলাম, রৌশন জামিল শিপু, এরশাদ আহমেদ, আফজাল হোসেন, মো. ইউসুফ, সাইফুল ইসলাম বাবুলসহ অন্যান্য অভিভাবকরা।
সভায় বক্তারা বলেন, স্কুলে টিউশন ফি দেয়ার পরেও অনেক ক্ষেত্রে বাচ্চাদের বাইরে টিউশন করাতে হয়। এতে আমাদের অতিরিক্ত সময়, শ্রম ও অর্থ নষ্ট হচ্ছে। পরিচালনা পরিষদের অদক্ষতার কারণেই এটা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৭/ফারজানা