ঐতিহাসিক মুজিবনগর দিবস স্মরণে ১৭ এপ্রিল সন্ধ্যায় অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যান এসিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অষ্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।
এতে বক্তব্য রাখেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি এমরান হোসেন, শফিকুল ইসলাম, সিরাজ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, অষ্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহবায়ক ইয়াসিম মিয়া বাবু, যুগ্ম-আহবায়ক ফসিয়ার শেখ, কণ্ঠ শিল্পী উৎফল কর্মকার প্রমুখ।
অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের যুদ্ধকালীন সরকারের এই শপথ অনুষ্ঠান ছিল আমাদের মুক্তিসংগ্রামের ইতিহাসের মাইলফলক ঘটনা। এই দিনটি যথাযথ মর্যাদায় স্মরণ, তাৎপর্য অনুধাবন এবং নতুন প্রজন্মের কাছে উপস্থাপনের মাধ্যমেই উদ্ভাসিত হবে সঠিক ইতিহাস, মূল্যায়িত হবেন জাতির প্রকৃত নায়করা। আর এই কাজটি করার ঐতিহাসিক দায় আমাদের সবার।’
খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, মুজিবনগর সরকারের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সাইফুল ইসলাম কবির বলেন, মুজিবনগর সরকারের সাহসী ভূমিকার কারণেই ৯ মাসে আমরা স্বাধীনতা পেয়েছি।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/হিমেল