মালয়েশিয়ায় ভূমিধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দেশটির সেলাঙ্গুর রাজ্যের হুলু ল্যাংগাতে এ দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার এ খবর প্রকাশ করেছে।
মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, নিহতরা ল্যাংগাত-২ পানি শোধনাগার নির্মাণকাজের শ্রমিক ছিলেন। তারাসহ ওই নির্মাণস্থলের কাছে একটি খামার বাড়িতে ১১ বাংলাদেশি থাকতেন। তাদের সঙ্গে আরও ৯ ইন্দোনেশিয়ান শ্রমিক ছিলেন।
ওই শ্রমিকদের আবাসস্থলের ওপর ভূমিধসের ঘটনা ঘটলে তারা চাপা পড়েন। শনিবার ভোর ৪টায় খবর পেয়ে পুলিশ অনুসন্ধান ও উদ্ধারকারী দল সেখানে পাঠায়। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৭/হিমেল