সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিন ( শনিবার) 'ঈদ উৎসব' এর আয়োজন করে সামাজিক সংগঠন মিরসরাই ইয়ুথ ফোরাম ইউএই। দুবাইয়ের মামজার পার্কে আয়োজিত দিনব্যাপি অনুষ্ঠানে ছিল আড্ডা, আলোচনা সহ বিনোদনমূলক বেশ কয়েকটি ইভেন্ট।
প্রায় শতাধিক মিরসরাই প্রবাসীর উপস্থিতিতে সংগঠনের ভবিষ্যত কর্মকাণ্ড সম্পর্কে সদস্যদের অবহিত করেন সভাপতি আরশাদ নুর। সংক্ষিপ্ত আলোচনায় সহ-সভাপতি লিটন খানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মেজবা ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল হালিম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামীম সহ আরো অনেকে।
এ সময় তারা বলেন, প্রবাসে থেকেও নিজেদের মধ্যে আরো বেশি ঐক্যমত সৃষ্টি করে ভবিষ্যতে মিরসরাইয়ের নানামুখী উন্নয়ন কাজে নিজেদের সম্পৃক্ত করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যেই এ সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। শীঘ্রই মিরসরাইয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় কর্ম পরিকল্পনার মাধ্যমে ইয়ুথ ফোরামের কাজের পরিধি বাড়ানো হবে।
পাশাপাশি প্রবাসী তরুণ-যুবকদের সামাজিক কাজে উৎসাহিত করতে বেশ কিছু উদ্যোগের কথা জানান তারা। এরপরে দুপুরের প্রীতিভোজ ও সাঁতারের মধ্যদিয়ে প্রবাসে ঈদের আনন্দ ভাগ করেন ঈদ উৎসবে আগত প্রবাসীরা।
বিডি-প্রতিদিন/৪ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর