ড. বিদ্যুৎ বড়ুয়াকে ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দেয়া হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউরোপিয়ান আওয়ামী লীগ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীতে ইউরোপে আওয়ামী লীগকে গতিশীল, শক্তিশালী ও আধুনিকীকরণের লক্ষে গঠনতন্ত্রের ২৫ (গ) ধারা অনুযায়ী ইউরোপ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক পদে তাকে নিয়োগ প্রদান করেছে।
উল্লেখ, তিনি বর্তমানে ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তৃণমূল ছাত্ররাজনীতি থেকে উঠে আসা বিদ্যুৎ বড়ুয়া ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজের সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৯১-৯৬ সালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিএনপি সরকারের বিরুদ্ধে সক্রিয় ভূমিকার জন্য নির্যাতিত হয়েছিলেন। বিগত বছরগুলোতে সাংগঠনিকভাবে শক্তিশালী করণের লক্ষে ইউরোপের প্রায় ১৭ দেশে সফর করেছেন।
বিডি প্রতিদিন/০৬ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত