যুক্তরাষ্ট্রেরওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পাবলিক স্কুলের শিক্ষকদের ৫% বেতন বৃদ্ধির বিল পাশের পরই টানা ৯ দিনের ধর্মঘটের অবসান ঘটলো।
মঙ্গলবার অঙ্গরাজ্য পার্লামেন্টে পাশ হওয়া বিলে দ্রুত স্বাক্ষর করেন রিপাবলিকান রাজ্য গভর্নর জিম জাস্টিস।
দীর্ঘদিন যাবত এই অঙ্গরাজ্যের শিক্ষকেরা বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন। সর্বশেষ গত ১৭ জানুয়ারি অঙ্গরাজ্য সিনেটের অধিবেশনে ডেমক্র্যাটিক পার্টির সিনেটর রিচার্ড ওজেডা রিপাবলিকান সহকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে সতর্ক করেছিলেন যে, শিক্ষকদের বেতন বৃদ্ধির ন্যায়সঙ্গত দাবি অবজ্ঞার অবকাশ থাকতে পারে না। পেটে ক্ষুধা নিয়ে কিংবা পারিবারিক ব্যয় নির্বাহের টেনশনে থাকলে শিক্ষকেরা ক্লাস নিতে পারবেন না ঠিকমত। অর্থাৎ প্রকারান্তরে ক্ষতিগ্রস্ত হবো আমরা এবং ভবিষ্যতের আমেরিকা।
তবুও হৃদয় গলেনি রিপাবলিকানদের। অবশেষে ধর্মঘট শুরু করেছিলেন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। এরপরই টনক নড়ে রিপাবলিকান জনপ্রতিনিধিদের। আর এর সুফল পাবে এখন এই অঙ্গরাজ্যের সকল সরকারি কর্মকর্তারাও।
প্রসঙ্গত: উল্লেখ্য, বেতন-ভাতা বৃদ্ধির জন্যে শিক্ষকদের ধর্মঘটে যাবার ঘটনার নজির যুক্তরাষ্ট্রে খুব একটা নেই। ৯দিনের ধর্মঘটের প্রসঙ্গটি সারা আমেরিকায় সরকারি কর্মচারি ইউনিয়নের মধ্যেও ক্ষোভের সঞ্চার ঘটিয়েছিল।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন