১৯ দিন পর প্রবাসী আলমের মরদেহ আজ বৃহস্পতিবার রাতে কুয়েত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে নেয়া হবে। আগামীকাল শুক্রবার সকালে ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা জানা গেছে।
এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি শনিবার ভোর ৬টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আলম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ভিটি বিশাড়া গ্রামের অলি মিয়ার ছেলে।
দুই দেশে বিভিন্ন সরকারি ছুটির কারণে মরদেহ দেশে পাঠাতে বিলম্বিত হয়েছে বলে নিহতের সহকর্মী ও আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে।
কিন্তু লাশ দেশে পাঠাতে এত সময় লাগায় ক্ষুব্ধ কুয়েত প্রবাসীরা। এজন্য কোনো প্রবাসীর মৃতদেহ ছুটির কারণে অথবা টিকিটের কারণে যাতে হিমঘরে রাখতে না হয় তার দাবি জানিয়েছেন তারা।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৮/মাহবুব