শুধু দেশে নয় প্রবাসেও ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়। রোম মহানগর আওয়ামী লীগ তুসকোলনা শাখার আয়োজনে ৭ মার্চ একটি হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তুসকোলনা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী। প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আঃরব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, এম এ রব মিন্টু, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জামান মোক্তার, মাহাবুব আলম প্রধান, দপ্তর সম্পাদক হাবীব মকদম।
এ সময় বক্তব্য রাখেন রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদসহ আরও অনেকে। আলোচনা সভা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৮/ওয়াসিফ