আবু নাছের (৬০) নামে এক কুয়েত প্রবাসী ব্রেইন স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া...। নিহতের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার সিরাজপুর ইউনিয়নের বিরাঙ্গপুর গ্রামে।
নিহতের সহকর্মী সাখাওয়াত হোসেন হোমায়ুন বাংলাদেশ প্রতিদিনকে জানান, গত বৃহস্পতিবার আবু নাছের ব্রেইন স্ট্রোক করলে তাকে ফরওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত আবু নাছের দীর্ঘদিন টেক্সি চালকের পেশায় কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার