যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে পর্তুগালের লিসবনে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে বাংলাদেশ দূতাবাস লিসবন।
ঐতিহাসিক এই দিনটির তাৎপর্য তুলে ধরে স্থানীয় সময় বিকাল ৫.৩০মিঃ দূতাবাসের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান আব্দুল্লাহর সঞ্চালনায় ৭ মার্চের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ রুহুল আলম সিদ্দিকী।
আলোচনা সভার সূচনাতে ৭ই মার্চের ওপর একে একে পড়ে শুনানো হয় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও প্রতিমন্ত্রীর বানী। আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তারাসহ পর্তুগালে বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী অংশগ্রহণ করেন।
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেয় উপস্থিত প্রবাসীরা। অনুষ্ঠানে জাতির জনকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি বড় পর্দায় ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর