ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা করেছে ফ্রান্স আওয়ামী লীগ। প্যারিসের গার দ্যু নর্দের একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খাঁন লিটন, সভাপতি বেনজির আহমেদ সেলিম, প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ কাসেম, সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম, সহ-সভাপতি জাকির হোসেন ভূইয়া, যুগ্ম সম্পাদক ফয়সল উদ্দিন, প্রচার সম্পাদক আমিন খাঁন হাজারী প্রমুখ।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি, ২০১৮/ফারজানা