‘এবি এম মহিউদ্দিন চৌধুরী শুধু চট্টগ্রামের না তিনি সমগ্র বাংলাদেশের। জীবিতের চেয়ে মৃত মহিউদ্দিন চৌধুরী আরো শক্তিশালী, মৃত্যুতেই তা প্রমাণ দিয়ে গেছেন তিনি। তাই শুধু মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের সদস্য হলে চলবে না উনার প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা থাকতে হবে। তাকে অনুসরণ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাওয়া যাবে।’
গত বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের আজমান ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় ইঞ্জিনিয়ার এস এম মহিউদ্দীন বেলাল রনির সঞ্চালনা ও পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ বাহাদুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পরিদর্শক আজিজুর রহমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম চৌধুরী, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মুসা, রাসআলখাইমা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি সু-প্রকাশ বড়ুয়া, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা আরো বলেন, ‘৭ ই মার্চ ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কথাগুলো বলেছিলেন সেগুলো শুধু বক্তব্য নয়, সেই কথাগুলো ছিল বাংলাদেশকে নিয়ে কবিতা, তার এই বক্তব্যে ছিল বাঙ্গালিদের মধ্যে চেতনা সৃষ্টি করার বক্তব্য।’
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, রেজাউল করিম রিজু, নাঈমউদ্দিন মুন্না, তাজউদ্দিন, সাইদ, মামুন, বশির, সোহান, বক্কর, মনসুর, রায়হান, জহির, হামিদ সহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন