ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকার (ফোবানা) সংবাদ সম্মেলন আগামী ২৪ মার্চ (শনিবার) ঢাকায় অনুষ্ঠিত হবে।
ফোবানার এক্সিকিউটিভ কমিটি এবং আটলান্টায় জুলাইতে অনুষ্ঠিতব্য ৩২তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওইদিন বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ফোবানার এক্সিকিউটিভ চেয়ারম্যান আতিকুর রহমান, এক্সিকিউটিভি সেক্রেটারি শাহ হালিম, ৩২তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক জসিম উদ্দীন, সদস্য-সচিব নাহিদুল খানসহ নেতৃবৃন্দ সার্বিক অবস্থার আলোকে তথ্য উপস্থাপন করবেন।
সংবাদ সম্মেলন থেকে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি এবং সামনের নির্বাচনে সংঘবদ্ধভাবে ভোটাধিকার প্রদানে ফোবানার বিভিন্ন কর্মকৌশল সম্পর্কেও গণমাধ্যমকে অবহিত করা হবে।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৮/এনায়েত করিম