সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের অরাজনৈতিক সমাজিক সংগঠন আসদিকা গ্রুপ এর দ্বি-বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার রিয়াদের বারসোতাজ কমিউনিটি সেন্টারের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক গোলাম ছামদানির যৌথ উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন আসদিকা গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা হাবিবুল্লাহ্।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আহাদ নয়ন।
সভায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি এস.এম.জামিল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, প্রচার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, অর্থ-সম্পাদক খন্দকার গোলাম মোর্শেদ, সহ অর্থ-সম্পাদক মোহাম্মদ ওসমান ও সোহেল পাটোয়ারী, সহ প্রচার সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ বিন বাদশাহ্, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজান, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুস সোবহান, সহ ধর্ম সম্পাদক হাফেজ আব্দুল জাব্বার, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, ক্রিড়া সম্পাদক মোহাম্মদ হোসেন, মানিক মিয়া, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, জিয়াউল হকসহ বিভিন্ন স্তরের নেতারা।
অনুষ্ঠানে আগত অন্যান্য বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম, নাজিম উদ্দিন নাসির উদ্দিন (বদিয়া) আবুল খায়ের, মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ মুসাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসী কর্মহীন বেকারদের কর্মসংস্থানসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আসদিকা গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।
এছাড়া, সংগঠনের উদ্যোগে আগামী দিনে দেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগসহ প্রবাসীদের নিজস্ব অর্থায়নে হাসপাতাল ও বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান তারা।
অনুষ্ঠানে আসদিকা গ্রুপের বিপুল সংখ্যক কর্মী ছাড়াও অসংখ্য প্রবাসীরা উপস্থিত ছিলেন। পরে সংগঠনের উদ্যোগে আসদিকা গ্রুপের কার্যকরী সদস্যদেরকে বিশেষ পুরস্কার প্রদান এবং উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৮/মাহবুব