বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল শাখা। শনিবার সন্ধ্যায় হাংতুয়া বাংলা রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারীসহ সকল বন্দীর মুক্তির দাবি জানানো হয়।
কাওসার আহমেদ ও আনোয়ার হোসেন মঞ্জুর সঞ্চালনায় ও মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. জুয়েল।
সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আবু কাওসার ভুঁইয়া, রাজধানীর শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হেলাল সিকদার, মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মাসুম তালুকদার, আনোয়ার হোসেন মঞ্জু, রিপন চৌধুরী, মো. মোস্তাফা কামাল,মামুন পাটোয়ারী প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন জহুরবারু শাখা বিএনপির প্রচার সম্পাদক জিললুর রহমান, টগী থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক সাকিল পারভেজ, স্বেচ্ছাসেবক দলের হাংতুয়া শাখার সভাপতি মো. হোসেন আলী সাধারণ সম্পাদক মো. আলিম সাংগঠনিক সম্পাদক মো. সজীব, মো. আলী মসজিদ ইন্ডিয়া কমিটির সভাপতি জাফর বেপারি, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, আজিজুল, আয়ুব আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৮/আরাফাত