বাংলা ও ইংলিশ স্কুলের ক্ষুদে ছাত্র-ছাত্রীদের নিয়ে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর চিত্রাংকন প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে।
আলোকচিত্র অনুষ্ঠানের উদ্বোধন করেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম, কাউন্সিলর আলতাফ হোসেন, ভাইস কনসাল মোস্তফা জামিলসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৮/আরাফাত