ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ(আহ্বায়ক কমিটি) মালয়েশিয়া শাখা। গত শনিবার কুয়ালালামপুরের বুকিট বিন্তাং হোটেল সলিলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য মো. সফিক চৌধুরী, এ্যাডভোকেট মো. মিনহাজ উদ্দিন মিরানের যৌথ সঞ্চালনায় ও যুগ্ম-আহ্বায়ক মো. অহিদুর রহমান অহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আব্দুল হামিদ জাকারিয়া, আহ্বায়ক কমিটির সদস্য এ,কামাল হোসেন চৌধুরী, শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, নিলাই শাখা আওয়ামী লীগ সভাপতি রানা ফকির, ছাত্রলীগ নেতা অনির্বাণ চক্রবতী ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য মো. হাবিবুর রহমান হাবিব, মো. হুমায়ূন কবির, হুমায়ুন কবির আমীর, নূর মুহাম্মদ ভূঁইয়া, শওকত আলী (তিনু), মাসুদ রানা, ইঞ্জিনিয়ার মো. রাহাদুজ্জামান, শ্রী প্রদীপ কুমার, খোকন কর্মকার, মো. মাহবুব সুমন, গাজী মাঈনুল ইসলাম, মো. সোহেল বিন রানা, বাবুল সর্দার,মালয়েশিয়া ছাত্রলীগ সাবেক যুগ্ন-আহ্বায়ক রাসেল সিকদার, ছাত্রলীগ নেতা মো. মওদুদ মোল্লা, এইচ এম জুয়েল সহ আওয়ামী লীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী।
আলোচনা সভায় পবিত্র কুরআান তেলওয়াত করেন হাফেজ মাওলানা মো. আলি মর্তুজা ও পবিত্র গীতা পাঠ করেন শ্রী প্রদ্বীপ কুমার। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. শফিক চৌধুরী।
বিডিপ্রতিদিন/ ১১ মার্চ, ২০১৮/ ই জাহান