দলীয় মতভেদ, গ্রুপিং এবং হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আগামী জাতীয় নির্বাচনে যিনিই আওয়ামী লীগের মনোনয়ন পাবেন তার পক্ষে কাজ করতে প্রবাসী আওয়ামী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান।
রবিবার রাতে সৌদি আরবের মদিনায় শাখা আওয়ামী ফাউন্ডেশন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফাউন্ডেশনের সহ সভাপতি শিল্পপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে, যুগ্ন সাধারণ সম্পাদক এম মহিউদ্দিন মিন্টুর সঞ্চালানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মদিনার বিশিষ্ট ব্যাবসায়ী হাশেম সওদাগর, মোরশেদ আলম, মদিনা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, আওয়ামী ফাউন্ডেশনের সহ সভাপতি ফরিদুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. কামাল, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, মো. সেলিম উদ্দিন ও হানিফ গাজী প্রমুখ।
ডা. আ ম ম মিনহাজ আরোও বলেন, কেউ আমার পরিচয় জানতে চাইলে বলি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী। পদ পদবীর দিকে না তাকিয়ে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দিবেন তাকেই নির্বাচিত করে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/মাহবুব