বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’-এর স্বীকৃতি দেওয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন ইতালি।
ইতালির নাপলিতে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের অফিস কার্যালয়ে সংগঠনের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন মাও: মো. নজরুল ইসলাম, তেলাওয়াত শেষে বাংলাদেশের জাতীয় সংঙ্গীত ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন নাপলির সভাপতি জয়নাল আবেদীন হাজারী। এছাড়া প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন ইতালির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠু, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন মিলন, দপ্তর সম্পাদক মোক্তাদির সুমন, সাংবাদিক আবু তালিব মিঠু।
বিডি প্রতিদিন/১৩ মার্চ ২০১৫/এনায়েত করিম