লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে প্যারিসের রিপাবলিক চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধনে বাংলাদেশে সকল জঙ্গি ও সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্ত এবং জাফর ইকবালের হামলাকারী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। মানববন্ধন 'মুক্তিযুদ্ধের আদর্শে মৌলবাদের ঠাই নাই, ড. জাফর ইকবালের হামলাকারীর ফাঁসি চাই' এমন নানা স্লোগান দেওয়া হয়।
কবি মোস্তফা হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত মুকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার, বিশিষ্ট কবি ও আবৃত্তিকার রবি শংকর মৈত্রী, চলচ্চিত্রকার আমিরুল আরহাম, সংগীত শিল্পী আরিফ রানা, পূথীশিল্পী কাব্য কামরুল, উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরনময় মন্ডল, সাবেক মেয়র জসীম উদ্দিন ফারুক, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রজত রায়, সংগঠক সুব্রত ভট্টাচার্য শুভ, সাংবাদিক অধ্যাপক অপু আলম, সাংবাদিক দেবেশ বড়ুয়া, নির্মাতা প্রকাশ রায়, স্বপন হক, কামাল মিয়া, স্বদেশ বড়ুয়া চন্দন, তায়েফ, ফ্রান্স ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, সেলিম আল দ্বীন, মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশকে অশান্ত করার জন্য মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী চক্র ড. মুহম্মদ জাফর ইকবালকে প্রকাশ্য দিবালোকে হত্যার চেষ্টা চালায়। ধর্মান্ধ এসব গোষ্ঠীর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। তাদের প্রতিরোধের জন্য সবাইকে সচেষ্ট হতে হবে।
বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৮/হিমেল