২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বেলজিয়াম আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে জবানবন্দিতে মুফতি হান্নান জানিয়েছিলেন, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে পূর্ণ সমর্থন ও সহযোগিতা নিয়ে তারা হামলা চালায়। এছাড়াও জবানবন্দিতে মুফতি হান্নান বলেন, ‘তারেক রহমান আমাদের সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দেয় উক্ত হামলার ব্যাপারে। তাই, গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান এর ফাঁসি হলে এই রায়ের যথার্থতা থাকতো বলে মনে করেন বেলজিয়াম আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাই বেলজিয়ামসহ ইউরোপের সকল দেশের নেতৃবৃন্দকে এসব অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
মূল পরিকল্পনাকারী তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি দাবির পক্ষে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বেলজিয়াম আওয়ামী লীগ স্মারকলিপি প্রদান করে। রাষ্টদূতের পক্ষে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আরিফুল হক স্মারকলিপিটি গ্রহণ করেন।
এ সময় উপন্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক খোকন শরীফ, বেলজিয়াম আওয়ামী লীগের সিনিয়ার সহ সভাপতি বাবু বিধান দেব, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল ও প্রচার সম্পাদক আক্তারুজ্জামান প্রমূখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন