যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই দিনব্যাপী ‘ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কালচারাল এক্সপো’ আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশসহ ৫২ দেশের ১২ শতাধিক ব্যবসায়ী-শিল্পপতি-বাণিজ্য সম্পর্কিত এক্সপার্ট এবং যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল, গুয়াতেমালা, ঘানা, হন্ডুরাস, কঙ্গো, হাঙ্গেরী, ইটালি, যুক্তরাজ্য, জ্যামাইকা, রোমানিয়া, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, বাহামা, বাহরাইন, কলম্বিয়া, সাউথ কোরিয়া, মেসিডোনিয়া প্রভৃতি দেশের শীর্ষ রাজনীতিক-ব্যবসায়ী-আমলাদের অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হবে।
দক্ষিণ ফ্লোরিডার ব্রাউয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারে আয়োজিত এ বাণিজ্যমেলায় সবগুলো দেশের পণ্য-সামগ্রির স্টল ছাড়াও থাকবে ব্যবসা-বিনিয়োগ সম্পর্কিত মতবিনিময়, সেমিনার-সিম্পোজিয়াম, প্যানেল ডিসকাশন।
‘কানেক্ট ইয়োর বিজনেস টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগানকে সামনে রেখে এ বাণিজ্যমেলায় বাংলাদেশি প্রতিনিধি হিসেবে সামগ্রিক সমন্বয়ে আছেন ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান আতিক।
ফ্লোরিডাস্থ বাংলদেশি-আমেরিকান চেম্বারের নেতা আতিক জানান, বিদেশি বিনিয়োগ টানতে এই মেলার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে চেষ্টা করেছি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীসহ একটি টিমকে অংশগ্রহণ করাতে। কিন্তু ঢাকা থেকে আশানুরূপ সাড়া পাইনি। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি আসার কথা। কেউ এলে বাংলাদেশের স্টলে বসে ভিনদেশী ব্যবসায়ীদের সাথে কথা বলার সুযোগ পাবেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম