বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে সভা করেছে ধানসিঁড়ি বিএনপি কাতার কেন্দ্রীয় কমিটি।
বুধবার দোহা নাজমায় মিষ্টি মেলায় রেস্টুরায় গোলাম সারোয়ার মিশুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শহিদুল হক।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আবু ছায়েদ, সদস্য সচিব শরিফুল হক সাজু, যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার সালাউদ্দীন আহমেদ, শ্রমিক দলের সভাপতি সালেহ আহমেদ খোকন ও নুরুজ্জামানসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৮/আরাফাত