তারেক রহমানের ফাঁসির জন্যে অবিলম্বে গ্রেনেড হামলার মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার দাবি জানালো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুক্তরাষ্ট্র শাখা।
রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারের এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এডভোকেট মোর্শেদা জামান। সদস্য-সচিব এডভোকেট আব্দুর রহমান মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। আরও ছিলেন রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদ, এডভোকেট মাহমুদ ফরিদ, এমাদউদ্দিন, কৃষিবিদ আশরাফুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বলেন, গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড হিসেবে তারেকের ফাঁসির বিকল্প নেই। তাকে ফাঁসিতে ঝুলানো হলেই বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে।
ড. সিদ্দিক এ সময় ড. কামাল-রব-মান্না আর মওদুদ-দের ঐক্যফ্রন্টের কঠোর সমালোচনা করে বলেন, ষড়যন্ত্রকারি আর ঘাতকেরা ফ্রন্ট গঠন করেছে পাকিস্তানি স্টাইলে। আগের মতো সামনের নির্বাচনেও বাংলার উন্নয়ন প্রত্যাশী মানুষেরা শেখ হাসিনার নেতৃত্বাধীন নৌকার পক্ষেই গণরায় দেবে।
বিডি প্রতিদিন/ফারজানা