গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে শাস্তি প্রদানের নিন্দা ও অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দাবিতে রবিবার সন্ধ্যায় নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ করলো অঙ্গরাজ্য বিএনপি।
জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ বিক্ষোভে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের প্রধান মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। সঞ্চালনা করেন সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানা স্লোগানের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ জসীম ভুইয়া, অঙ্গরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি নেত্রী রাশিদা আহমেদ মুন প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, জনগণের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রদত্ত সকল রায় নাকচ হয়ে যাবে। সাজানো মামলাও প্রত্যাহার করা হবে যথানিয়মে।
বিডি প্রতিদিন/ফারজানা