উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট ও ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করলো নিউইয়র্ক প্রবাসীরা। একইসাথে অকাল প্রয়াত এই শিল্পীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলেও মিলিত হলেন তার ভক্ত-অনুরাগীরা।
উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক আলমগীর খান আলমের উদ্যোগে ‘শো-টাইম মিউজিক’র আয়োজনে এই শোক-সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় শনিবার অপরাহ্নে।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে আয়োজিত এ দোয়া-মাহফিল পরিচালনা করেন ইমাম কাজী কায়্যুম। আলোচনা আইয়ুব বাচ্চুর স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন আলমগীর খান আলম এবং আলোচনায় অংশ নেন জেবিবিএর নেতা হারুন ভূইয়া, ড. রফিক আহমেদ, কামরুজ্জামান কামরুল প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা