বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ঢাক-ঢোলের বাদ্য কহন আর পঞ্চপ্রদীপের আলোয় স্থানীয় সময় গত ২০ অক্টোবর (শনিবার) অস্ট্রেলিয়ার পুরোনো সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা এন্ড কালচার সিডনির ওয়েন্টওয়ার্থভিল রেডগাম সেন্টারে দুর্গা পূজার আয়োজন করে।
সকাল ১০ টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে পূজা, প্রসাদ বিতরণ, মধ্যাহ্ন ভোজ, পূজা আরতি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।
এবারের সাংস্কৃতিক পর্বের বিশেষ আকর্ষণ ছিলো সোসাইটির বাংলা স্কুলের একঝাঁক শিশু কিশোরদের অংশগ্রহণে নাচ, গান, ধ্রুপদী নৃত্য ও বড়োদের অশগ্রহণে দেবী দুর্গার আবির্ভাব অবলম্বনে একটি যাত্রা পালা। সাংস্কৃতিক পর্ব উপস্থাপন করেন শ্রী নির্মল চক্রবর্তী ও নন্দিতা কুন্ডু।
সোসাইটির সভাপতি শ্রী উৎপল সাহা ও সাধারণ সম্পাদক শ্রী স্বপন সাহা রায় আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৮/হিমেল