প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান অাহমেদ বলেছেন, অামি দায়িত্ব গ্রহণের পর সিদ্ধান্ত নিয়েছি ঢাকায় বসে নয়, সরাসরি প্রবাসীদের কাছে গিয়ে তাদের চাহিদা জানব, সর্বোচ্চ চেষ্টায় তাদের দাবি পূরণে সচেষ্ট থাকব।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো চায় প্রশিক্ষিত কর্মী। বর্তমান সরকার দেশে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিদেশে কর্মী পাঠাতে উদ্যোগ গ্রহণ করেছে।'
ওমানে বাংলাদেশি অভিবাসীদের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেছেন। দেশটির রাজধানী মাস্কাটে বাংলাদেশ স্কুল মিলনায়তনে এ মতবিনিময় সভার অায়োজন করে ওমানে বাংলাদেশ দূতাবাস।
রাষ্ট্রদূত গোলাম সরোয়ারের সভাপতিত্বে ও দ্বিতীয় সচিব অানোয়ারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দূতাবাসের শ্রম কাউন্সিলর জিয়াউল হক। মন্ত্রণালয়ের দুই সচিবসহ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ ফারজানা করিম।
বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের কোরঅান তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বাংলাদেশী কমিউনিটির নেতারা ওমান প্রবাসীদের পক্ষ থেকে মন্ত্রীর কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন এবং প্রবাসীরা বিভিন্নভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্ত্রীকে অবহিত করেন। তারা প্রত্যাশা করছেন সরকার প্রবাসীদের সার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো মনোযোগ ও আন্তরিকতার সাথে বিবেচনা করবেন।
এসময় ওমান প্রবাসীদের সুখ দুঃখের সাথী চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াছিন চৌধুরী সিঅাইপি লাশ বহনের সুবিধার্থে ওমানে বাংলাদেশ বিমানের বড় বিমান পূণরায় চালু করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ৮ লাখ বাংলাদেশির বসবাস ওমানে। অনেকে থাকেন পরিবার পরিজন নিয়ে। তাদের সস্তানদের শিক্ষার জন্য এখানে পাঁচটি বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা হলেও সেসব স্কুলের খুব খারাপ অবস্থা। প্রতিষ্ঠানগুলো রক্ষার্থে সরকারের এগিয়ে আসা এখন সময়ের দাবি।
ওমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জসিম উদ্দিন বলেন, প্রবাসে এসে নানা রোগব্যাধি কিংবা দুর্ঘটনায় হাসপাতালে দিনের পর দিন থাকতে হয়; তাদের চিকিৎসার ক্ষেত্রে দূতাবাস হতে সরকারিভাবে সহায়তার দাবি জানাই। দেশে টাকা পাঠাতে হলে দুই রিয়াল যে খরচ বহন করতে হয় তা যদি বন্ধ করতে পারে সরকার, বিশাল অংকের রেমিটেন্স পাবে। অন্যথায় অবৈধ হুন্ডি পথে টাকা পাঠানো বন্ধ সম্ভব নয় বলেও উল্লেখ করেন এ কমিউনিটি নেতা।
এ ছাড়া কমিউনিটির একাধিক নেতা বক্তব্যে, প্রশিক্ষিত কর্মী সৃষ্টিতে ওমানে বাংলাদেশী ডিপ্লোমা কলেজ স্থাপন, বেসরকারী কিংবা সরকারী ব্যাংকের শাখা স্থাপন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, দেশে প্রবাসীদের যথাযত মূল্যায়ন, লাশ দেশে দ্রুত পাঠাতে দূতাবাসের তড়িৎ ব্যবস্থা গ্রহণসহ নানা দাবি তুলে ধরেন।
এ ছাড়া প্রবাসীরা এ যাবৎকালে বাংলাদেশের কোন সরকার প্রধান ওমানে না অাসার অাক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রীর কাছে। তাদের ইচ্ছা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমান এসে সরকারে সাথে সাক্ষাত করে অাট লক্ষ প্রবাসীর মুখ উজ্জ্বল করবেন।
এর অাগে মন্ত্রীকে বাধ্যযন্ত্রের তালে তালে, ফুল দিয়ে বরণ করে নেন মাস্কাট স্কুলের শিক্ষার্থীরা। ওমান অাওয়ামী লীগ, চট্টগ্রাম সমিতি ওমান, বাংলাদেশ সমিতি ওমান, বঙ্গবন্ধু পরিষদ, ওমান যুবলীগ, বাংলাদেশ সিঅাইপি এশোসিয়েশন ও মিরসরাই সমিতি ওমানসহ একাধিক সংগঠন ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।
বিডি প্রতিদিন/হিমেল