চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি আয়োজনে প্রবাসে নতুন বর্ষ বরণ করেছে বৃহত্তর চট্টগ্রাম ফাউন্ডেশন অব কানাডা। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দুপুরে ড্যানফোর্থ এর সুন্নাতুল জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
মেজবানীতে বাংলাদেশি কমিউনিটির অনেক গণমান্য ছাড়াও প্রায় তিন হাজার মানুষ অংশ নেন। বিশেষ করে কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গাফফার ও কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স সদলবলে উপস্থিত থেকে মেজবানি সফল করতে সহায়তা করেন।
কানাডা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের স্বেচ্ছায় মেজবানিতে সহায়তা প্রদান ছিল চোখে পড়ার মতো। সব শ্রেণির মানুষের উপস্থিতিতে বৈশাখের দিনে মেজবানীর আয়োজন দিয়েছিল ভিন্ন মাত্রা।
এ বিষয়ে অন্টারিও আওয়ামী লীগের আহ্বায়ক ও মেজবান আয়োজক কমিটির প্রধান মোহাম্মদ হাসান বলেন, গত তিন বছর ধরে টরন্টোতে তিনি এ মেজবানের আয়োজন করা হচ্ছে। চট্টগ্রামের এ ঐতিহ্যবাহী খাবারের স্বাদ সবাইকে উপভোগ করাতেই তার এ প্রয়াস। এবারের মেজবানে প্রায় তিন হাজার মানুষের খাবারের আয়োজন ছিল বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা