শিরোনাম
২৪ জুন, ২০১৯ ২৩:০৭

নির্ঘুম শহর সিডনিতে এক টুকরো বাংলাদেশ

মাসুম বিল্লাহ, অস্ট্রেলিয়া থেকেঃ

নির্ঘুম শহর সিডনিতে এক টুকরো বাংলাদেশ

 

বাঙ্গালি আড্ডা প্রিয় জাতি, আর সেটা যদি হয় নির্ঘুম শহর সিডনি তবে তো কথাই নাই। হাড় কাঁপুনি শীত এখন অস্ট্রেলিয়াতে। কিন্তু বাংলাদেশের খেলা কি আর একা ঘরে বসে দেখা যায়? তাইতো ছুটে আসা ল্যাকেম্বার গ্রামীণ চটপটি রেস্টুরেন্টে।

এভাবেই মনের অভিব্যক্তি প্রকাশ করলেন লেখক সাংবাদিক আরিফুর রহমান। 

অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকার সম্পাদক ও সিডনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আযাদ বলেন, সাকিব-মুশফিকের খেলা কি ঘরে বসে দেখা যায়? ঠাণ্ডা অনেক, রাত অনেক কিন্তু এখানে সকলে মিলে খেলা দেখার মজাই আলাদা। 

সংগীত শিল্পী ফয়সাল চৌধুরী বলেন, সকলে এখানে রাত জেগে খেলা দেখছি আর মন খুলে বাংলাদেশ বলে চিৎকার করতে পারছি এটার জন্য এখানে আসা।

সিনিয়র ফটো সাংবাদিক ফাহাদ আসমার বলেন, বাংলাদেশের খেলা রাত জেগে সকলে একসাথে দেখছি, মনে হচ্ছে এ যেন এক টুকরো বাংলাদেশ। 

গ্রামীণ রেস্টুরেন্টের ব্যবস্থাপক নাহিয়ান আজমাল বলেন, আমরা রেস্টুরেন্ট রাত ১২ টাতে বন্ধ করলেও আজ বন্ধ হবে রাত তিনটার পর। কারণ বাংলাদেশের খেলার জন্য আমরা বড় স্কিন প্রজেক্টরের ব্যবস্থা করেছি। কারো মুখে সাকিবের কথা, কারো মুখে মুশফিকের কথা। বিভিন্ন জনের বিভিন্ন রকম মন্তব্যে মুখরিত সিডনির বাংলাদেশি পাড়া। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর