উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) বাংলাদেশের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
গত শনিবার বাংলাদেশের বন্যা কবলিত বানভাসি মানুষদের মধ্যে ফোবানার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ও প্রাক্তন চেয়ারম্যান রবিউল করিম বেলালসহ অন্যান্যরা।
ফোবানা নেতৃবৃন্দ দিনভর নৌকা ও ট্রলারে করে বিভিন্ন গ্রামের বানভাসি মানুষদের মধ্যে চাল, ডাল, শুকনো খাবার ও পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব