১৯ আগস্ট, ২০১৯ ১২:৪৪

ফ্রান্স দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত

ফ্রান্স প্রতিনিধি:

ফ্রান্স দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত

ফ্রান্সে যথাযোগ্য মর্যাদা এবং শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে প্যারিস্হ বাংলাদেশ দূতাবাস।

বুধবার এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, এক মিনিট নিরবতা পালন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা ও স্মরণসভা এবং প্রামান্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং অর্ধনমিতকরণের মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচির সূচনা করেন। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণ, আওয়ামী লীগ ও অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমাণ্য অতিথিবৃন্দ, দূতাবাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর