সৌদি আরবে গোসল করাকে কেন্দ্র করে সহকর্মীদের হাতে মাইনুদ্দিন (৩০) নামে কুমিল্লার এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে এই খুনের ঘটনাটি ঘটে।
নিহত মাইনুদ্দিন কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩ টার সময় বাথরুমে গোসল করাকে কেন্দ্র করে তাকে খুন করা হয়েছে। পরে খুনের সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি পুলিশ তিন ব্যক্তিকে আটক করে।
হোমনা ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গণি শুক্রবার খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্গাপুর গ্রামের প্রবাসী মাইনুদ্দিনকে সৌদি আরবের রিয়াদে ছুরিকাঘাতে হত্যার ঘটনা শুনেছি। হত্যার ঘটনার সাথে জড়িত থাকায় সৌদি পুলিশ তিন ব্যক্তিকে আটকের বিষয়টিও শুনেছি। তবে আটককৃত ব্যক্তিরা কে বা কারা তাদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল