২২ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৫০

সিলেটের উন্নয়নে জনপ্রতিনিধিরা সচেষ্ট রয়েছেন: নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

সিলেটের উন্নয়নে জনপ্রতিনিধিরা সচেষ্ট রয়েছেন: নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এবং বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাবুদ্দিনকে সিলেটবাসীর ফুলেল শুভেচ্ছা।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদূরপ্রসারী নেতৃত্বগুণের সুফল সিলেটসহ সারা বাংলাদেশ পাচ্ছে। উন্নয়ন-অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একেএ মোমেন।

২১ সেপ্টেম্বর (শনিবার) রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্টি হলে ‘কেমন সিলেট চাই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সিলেটের ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন ঘটবে-এমন কাজও শুরু হয়েছে। এছাড়া, সিলেটের সামগ্রিক উন্নয়নের জন্য এলাকার নির্বাচিত প্রতিনিধিরাও সচেষ্ট রয়েছেন।’ 

এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাবউদ্দিন এমপি, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নোবেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, ব্যাংকার আহমেদ আল কবীর, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান প্রমুখ। 

অতিথি হিসেবে আরও মঞ্চে উপবেশন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। 

মাওলানা সাইফুল আলম সিদ্দিকী কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর সিলেটবাসীর সুস্বাস্থ্য এবং বাংলাদেশের সার্বিক কল্যাণে পরম করুণাময়ের দয়া প্রার্থনায় বিশেষ মোনাজাত হয়। 

যুবলীগ নেতা ইফজাল চৌধুরী এবং মিজান চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জহিরুল ইসলাম। 
গত নির্বাচনে সিলেট-১ থেকে ড. একেএ মোমেনের বিজয় নিশ্চিতে এই প্রবাস থেকেও যারা নানাভাবে সহায়তা করেছেন তাদেরকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এ অনুষ্ঠানে। এর মধ্যে ছিলেন পিপল এন টেকের সিইও ইঞ্জিনিয়ার আবু হানিফ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, কমিউনিটি লিডার গউছ খান, ফকু চৌধুরী প্রমুখ।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর