আমেরিকায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র (এবিপিসি) সভায় পেশাগত বন্ধন সুসংহত রাখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
একইসঙ্গে প্রেসক্লাবের বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পাদনের অভিপ্রায়ে পেশাজীবী প্রবাসীদের সম্পৃক্ততা ঘটানোর ব্যাপারেও কথা হয়েছে।
২৬ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে কার্যকরী কমিটির এ বর্ধিত সভা সঞ্চালনা করেন সেক্রেটারি শহীদুল ইসলাম।
সভায় আলোচ্যসূচি নিয়ে মতামত ব্যক্ত করেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর ই ওয়াজিদ শিবলী, সহ-সভাপতি আকবর হায়দার কিরণ, কোষাধ্যক্ষ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, প্রচার সম্পাদক শাহ ফারুক রহমান, নির্বাহী সদস্য তপন চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, নির্বাচন কমিশনের সদস্য মিশুক সেলিম, ক্লাবের সদস্য পপি চৌধুরী, আমজাদ হোসেন প্রমুখ।
বছরব্যাপী নানা কর্মসূচি আয়োজনে স্থায়ী তহবিল গঠন নিয়েও সকলে খোলামেলা মতামত ব্যক্ত করেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে ক্লাবের পৃষ্টপোষক অথবা অনারারি মেম্বার করা নিয়েও মতামত প্রকাশ করেন সদস্যরা।
এদিকে, থ্যাঙ্কস গিভিং ডে উদযাপনের কর্মসূচি হবে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে। ক্লাব মেম্বাররা সপরিবারে থাকবেন এ অনুষ্ঠানে। কমিউনিটির বিশিষ্ট বক্তিগণকেও এতে আমন্ত্রণ জানানো হবে। এ সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী থ্যাঙ্কস গিভিং ডে’র আগেই বার্ষিক সদস্য ফি প্রদান করতে হবে। চাঁদা প্রদানকারীরা (যারা এখনও পাননি) মেম্বার-আইডি পাবেন বিনামূল্যে।
বিডি প্রতিদিন/কালাম