শিরোনাম
১৪ নভেম্বর, ২০১৯ ০১:৫২

রোমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

ইতালি প্রতিনিধি

রোমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

ইতালির রোম সফররত বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপিকে সংবর্ধনা দিয়েছে ঢাকা বিভাগ সমিতি ইতালি।

ঢাকা বিভাগীয় সমিতির উদ্যোগে মঙ্গলবার রাতে রোমের তরপিনাতারায় রসই রেস্টুরেন্টে এই সংবর্ধনা দেওয়া হয়।

ঢাকা বিভাগ সমিতি ইতালির সভাপতি মোহাম্মদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েসের পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সালেহ আহমেদসহ  রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

এ সময় প্রতিমন্ত্রী রাসেল  ক্রীড়া অঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নিতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি প্রবাসবান্ধব সরকার শেখ হাসিনার ভিশন ২০২১-৪১ তুলে ধরে বলেন, শেখ হাসিনা কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা যেভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট করেছি, পদ্মা সেতু এখন সপ্ন নয়, বাস্তবায়নের পথে।

তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রীড়াবিষয়ক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর