১৫ নভেম্বর, ২০১৯ ১৮:৪৭

বাংলাদেশ-অষ্ট্রেলিয়া বাণিজ্য সম্মেলনের উদ্বোধন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-অষ্ট্রেলিয়া বাণিজ্য সম্মেলনের উদ্বোধন

সিডনিতে বাংলাদেশ-অষ্ট্রেলিয়া বাণিজ্য সম্মেলন উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাংলাদেশ হাইকমিশন ও অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি) এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক মন্দা সত্ত্বেও গত এক দশকে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬% এর বেশি রাখার বিষয়টি তুলে ধরে বস্ত্র শিল্প, কৃষি পণ্য ছাড়াও শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং আর্থিক সেবা খাতে অষ্ট্রেলিয়া বাংলাদেশে বিনিয়োগ করতে পারে।

অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের সম্ভাবনা ও বাধাসমূহ চিহ্নিত করা এবং তা দূরীকরণের  উপায় নির্ধারণের লক্ষ্যে সিডনিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ বাংলাদেশ অষ্টেলিয়া প্রথম বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে।

এতে অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিল্পপতি, সরকারি কর্মকর্তাগণ গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর