নিউইয়র্কে সার্বজনীনভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উদযাপনের জন্যে বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন করকে আহ্বায়ক করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিতে সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-রাজনীতিকদের প্রতিনিধিত্বকারী ৩০টিরও অধিক সংগঠন অংশ নেবে।
গতকাল রবিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আরও সিদ্ধান্ত হয় যে, ১৭ মার্চ অপরাহ্ন ৩টায় বিশ্বখ্যাত ইউনিয়ন স্কোয়ারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মুজিববর্ষের কর্মসূচির শুভসূচনা হবে। এরপর ২১ জুন এবং ২০ সেপ্টেম্বরে আরও দুটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-ইতিহাস বহুজাতিক এ সমাজে উপস্থাপন করা হবে। এসব কর্মসূচির পাশাপাশি প্রবাসী বাঙালিদের অন্যসব কর্মসূচিতেও দলবদ্ধভাবে সকলে অংশ নেওয়ার ব্যাপারেও ঐক্যমত পোষণ করা হয়।
মতবিনিময় সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা মঞ্চ , স্বাধীনতা চেতনাম , ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এ্যান্ড ডেভেলপমেন্ট, মুক্তিযোদ্ধা সংসদ প্রভৃতি সংগঠনের প্রতিনিধিরা ছিলেন।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত গণমাধ্যম কর্মীরাও বক্তব্য রেখেছেন এসময়। এর মধ্যে ছিলেন কন্ঠযোদ্ধা শহীদ হাসান, মুক্তিযোদ্ধা লাবলু আনসার, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা ফারুক হুসেন, জাদুকর খান শওকত, আওয়ামী লীগ নেতা শরিফ কামরুল হীরা, জালালউদ্দিন, কায়কোবাদ খান, শফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, এর আগেই জানানো হয়েছে, ১৭ মার্চ এই সিটিতে ব্যাপক কর্মসূচির প্রস্তুতি চলছে। এরপর বছরব্যাপী কর্মসূচির ঘোষণাও এসেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। ২৮-২৯ মার্চ সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন।’ ৪ এপ্রিল জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের দিনব্যাপী অনুষ্ঠান। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে সভা-সেমিনার-সিম্পোজিয়ামের প্রস্তুতি চলছে।
নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশ মিশনের উদ্যোগে ১৭ মার্চ এবং ২১ মার্চ দুটি অনুষ্ঠান হবে। ২০ মার্চ শিকাগোতেও বড় একটি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে সেখানকার অনরারী কন্সাল জেনারেল মুনির চৌধুরী এ সংবাদদাতাকে জানান। উল্লেখ্য, ১৯৯৮ সালে শিকাগো সিটির ডাউন টাউনে একটি সড়কের নামকরণ হয়েছে ‘শেখ মুজিব ওয়ে।’ সেই সড়কেও থাকবে বিভিন্ন কর্মসূচি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ