অন্যান্য দেশের মত জার্মানিতেও ধর্মীয় রীতি ও আচার-আচরণের মধ্য দিয়ে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। জার্মানির অন্যান্য অঞ্চলের মতো বার্লিনের হিন্দু কালচারাল সোসাইটি কর্তৃক রাজধানী বার্লিনের একটি মন্দিরে আয়োজন করা হয় দেবী বন্দনার।
আবহমানকালের হিন্দু শাস্ত্র মতে দেবী সরস্বতী বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী। তাইতো সেই থেকেই দেবী বন্দনায় উৎসাহিত হয়ে আসে সকল ভক্ত পূজারি। রবিবার বার্লিন হিন্দু কালচারাল সোসাইটি কর্তৃক আয়োজিত দেবী সরস্বতী পূজায় ভক্তরা আয়োজন করে শিশুদের জন্য হাতেখড়ি, ব্রাহ্মণ ভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য জানানো হয় অসাম্প্রদায়িকতার জ্ঞানদায়িনী দেবীর শুভাশীষ।
বিডি-প্রতিদিন/শফিক