ব্রাহ্মণবাড়িয়া ঐক্যপরিষদের সভাপতি আলী রহমত জয়ের সভাপতিত্বে গোলাং এর ঘরোয়া রেস্টুরেন্টে গতকাল সন্ধ্যা ৮টায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবিধান প্রণেতা এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া সাহেবের কনিষ্ঠ পুত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এম,পি মহাদয়ের ছোট ভাই "মরহুম আরিফুল হক রনির" ৩য় মৃত্যুবার্ষিকীতে সিঙ্গাপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদের সকল সদস্যদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানান হয় এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।
উক্ত দোয়া মাহফিলের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভিডিও কলের মাধ্যেমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের উপদেষ্টা এবং বিজনেস চেম্বারর সহ সভাপতি মনিরুজ্জাম রাহীম, সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া ঐক্য পরিষদের উপদেষ্টা মীর মোঃ মাহবুবুল আলম, সিঙ্গাপুরে বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান, সিঙ্গাপুর বিজনেস চেম্বারের সাধারন সম্পাদক সাব্বির হোসেন, ব্যবসায়ী মোঃ আজাদ, সিঙ্গাপুর ছাত্রলীগের সহ সভাপতি আরিফ হোসেন। এবং ব্রাহ্মণবাড়িয়া ঐক্য পরিষদের সদস্য বৃন্দ দোয়া মাহফিলে করোনাভাইরাস থেকে রক্ষাপাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা এবং দেশবাসীর ও সকল প্রবাসীদের জন্য দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ