নিউইয়র্কে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন স্থগিত করা হয়েছে। নিউইয়র্কে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি, ভাইরাস বিস্তারের আশঙ্কা ও নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণার কারণে প্রবাসী বাঙালিদের নিরাপত্তার কথা বিবেচনা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে ২৮ ও ২৯ মার্চে আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে।
এজন্য সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন সম্মেলনের আহবায়ক ড. নুরুন নবী, প্রধান সমন্বয়কারী আব্দুল কাদের মিয়া ও সদস্য সচিব জাকারিয়া চৌধুরী। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সম্মেলনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন