বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম বাহরাইনে পৌঁছেছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ৩ টায় পাশ্ববর্তী দেশ সৌদি আরব থেকে জর্ডান হয়ে তিনি বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে রাষ্ট্রীয় ভাবে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাহরাইনের বাংলাদেশ দূতাবাস।
এ সময় উপস্থিত ছিলেন বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল প্রতিনিধি সউদ, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অনুবাদক মোহাম্মদ আশরাফুর রহমান।
এছাড়াও নবাগত রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হন বাংলাদেশ সমাজ ও ওয়েলফেয়ার কমিউনিটির সক্রিয় প্রতিনিধি মোঃ সুমন ও নুরুন্নবী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন