কম্বোডিয়ায় জাহাঙ্গীর আলম নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। ৪৬ বছর বয়সী জাহাঙ্গীর আলম সেখানে কন্সট্রাকশন ওয়ার্কার ছিলেন। কম্বোডিয়ার খান সেন সোক এলাকার বোরে কামাকোর ভিলেজের রাশিয়ান ফেডারেশন রোডের নির্মানাধীন বিল্ডিংয়ের অস্থায়ী বাসস্থানে বিছানার উপর তার মৃতদেহ পাওয়া যায়।
গত ২ মার্চ তার মৃতদেহ উদ্ধারের পর তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ায়। পরে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষার পর নমপেন মিউনিসিপাল কোর্টের চিকিৎসক ডা. সোভাননারোথ জানান, জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ আসর কম্বোডিয়ায় নমপেনের তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে তার লাশ বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে।
কম্বোডিয়া আরেক বাংলাদেশি প্রবাসী এম এইচ কবির জানান, দালালের খপ্পড়ে পরে ইদানিং অনেক বাংলাদেশি কম্বোডিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। দুর্ঘটনায় এই ধরনের ভিকটিমদের মৃত্যু হলে লাশটাও দেশে পাঠানো যায়না। এটা বাংলাদেশ ও তাদের পরিবারের জন্য বড় ক্ষতি। এমন ভিকটিমদের দ্রুত সহযোগিতার জন্য প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মধ্যে একটা ফান্ড গঠনের চেষ্টা করছেন বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ