বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশিদের অংশগ্রহণ মূলক বৃহত্তর পরিসরের অনুষ্ঠানগুলো সাময়িক স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২-মার্চ) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে বাহরাইন সরকারের জনসমাগম সংক্রান্ত নির্দেশনার প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (১৭ মার্চ) ও স্বাধীনতা দিবসের (২৬মার্চ) অনুষ্ঠানসহ সকল অনুষ্ঠান স্থগিত ঘোষনা করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে উক্ত অনুষ্ঠান সমূহ দূতাবাসের অভ্যন্তরে দূতাবাসে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সংক্ষিপ্ত আকারে উদযাপন করা হবে। করোনাভাইরাসের প্রকোপ স্বাভাবিক হলে অনুষ্ঠানগুলো সুবিধাজনক সময়ে বৃহত্তর পরিসরে আয়োজন করা হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ