শ্রমিক ইউনিয়ন ‘এএফএল-সিআইও’র ফিলাডেলফিয়া কাউন্সিল সমর্থন জানিয়েছে পেনসিলভেনিয়া রাজ্য অডিটর জেনারেল প্রার্থী ড. নীনা আহমেদকে। ড. নীনার পক্ষে এই সমর্থনের ঘটনাটি পুরো এলাকায় নতুন চমক সৃষ্টি করেছে নীনার নির্বাচনী ময়দানে।
ড. নীনাকে শ্রমিক ইউনিয়ন তাদের দাবি আদায়ের ক্ষেত্রে অন্যতম একটি কণ্ঠ হিসেবে ব্যবহার করতে চায়।
এ বিষয়ে ড. নীনা বলেছেন, শ্রমিক ইউনিয়নের সমর্থন পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। তারা আমাকে সমর্থন দিয়ে বিজয়ের পথ সুগম করলেন। আমি সর্বাত্মকভাবে বিশ্বাস করি যে, শ্রমিক এবং তাদের সংগঠন হচ্ছে পেনসিলভেনিয়া তথা এই দেশের মূল চালিকাশক্তি। আমি কাজ করছি সেই সব মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্যে।
বিডি প্রতিদিন/ফারজানা