মেক্সিকো ছাড়া বিদেশি নাগরিকদের কানাডায় নিষেধাজ্ঞা আরোপের পর আন্তর্জাতিক শিক্ষার্থী, ওয়ার্ক পারমিট এবং নতুন অভিবাসীরা কানাডায় ঢুকতে পারবে কী না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সরকারের ঘোষণায় কানাডার নাগরিক, স্থায়ী বাসিন্দা, আমেরিকা, মেক্সিকোর নাগরিকদের বাইরে জরুরী সেবায় নিয়োজিত পেশাজীবী এবং কূটনীতিকদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যারা ভ্যাকেশনে আছেন কিংবা ওয়ার্ক পারমিটধারী ব্যক্তি বা নতুন অভিবাসী যারা এখনো কানাডায় ল্যান্ড করেননি- তাদের ব্যাপারে সুস্পষ্ট কোনো নির্দিষ্ট নির্দেশনা নাই।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সংশ্লিষ্ট ক্য্যাবিনেট মিনিস্টাররা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সরকারের পদক্ষেপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান। পরবর্তী প্রশ্নকর্তা নিজের প্রশ্ন করার আগে এই প্রশ্নটি পুনরায় উল্লেখ করলে উপপ্রধানমন্ত্রী জানান, এই বিষয়ে আমরা পরে জানাবো। সূত্র: নতুন দেশ.কম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন