সিঙ্গাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণ ঘাতক করোনাভাইরাসের জন্য ছোট্ট আকারে দিবসটি উৎযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তলন করেন রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান। পরে কোরআন থেকে তেলোয়াত করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও আগষ্টের কালোরাতে নিহত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা, দেশবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
পরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি মো. হাফিজুর রহমান, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিজনেস চেম্বারের সদস্যগণ, হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বাংলাদেশি তিনটি এক্সচেঞ্জ হাউজের সিইও এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রিম্যানেজার প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম