গ্রিসে করোনাভাইরাসের আতঙ্ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বাধা হয়ে দাড়াতে পারেনি। যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস চত্বরে আলোকচিত্র প্রদর্শন, ব্যানার ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়
মঙ্গলবার (১৭মার্চ) সকাল ১০ টার সময় গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে রাষ্ট্রদূত অতিথিদেরকে নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের বীজ বপন করতে হবে। তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোঃ খালেদ, কাউন্সিলর সৈয়দা ড.ফারহানা নূর চৌধুরী, কাউন্সিলর সুজন দেবনাথ। গ্রীস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর বিপুল সংখ্যক নেতাকর্মী।
দূতাবাসের কাউন্সিলর সুজন দেবনাথ জানান, করোনাভাইরাসের প্রভাবের কারণে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ সরকারের দিকনির্দেশনা মোতাবেক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে তা অনলাইনের মাধ্যমে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গ্রীসে করোনা ভাইরাসে এই পর্যন্ত মৃতের সংখ্যা ৫, রোগীর সংখ্যা ৩৫২। গ্রিস সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আইন লঙ্ঘনের কারণে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪৫ জনকে। গ্রিসে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের মধ্যে তেমন কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না। জনসচেতনতার অভাবে বাঙালি পাড়ায় শত শত মানুষ একসাথে চলাচল ও ওঠা-বসা করছেন। এদিকে, গ্রিক সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, একসাথে ৫ জন লোক চলাফেরা না করার জন্য।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ